বিনোদন ডেস্ক :
ভালোবাসা দিবস উপলক্ষে পিছুটান শিরোনামের একটি গান এন আর মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন তরুণ গীতিকার তোফাজ্জল হোসেন, সুর করেছেন কণ্ঠশিল্পী কুমার বিপ্লব এবং মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ডালিম। সেই সাথে গানটির ভিডিও নির্মাতা ছিলেন শাহরিয়ার সোহাগ।
পিছুটান শিরোনামের এই গানটির বিষয়ে গায়ক কুমার বিপ্লব বলেন, আমি আমার সকল স্রোতা ও ভালোবাসার মানুষগুলোর জন্য গানটি গিয়েছি। আশা করি ভালো লাগবে।
গানটি প্রসঙ্গে গীতিকার তোফাজ্জল হোসেন বলেন, আশা করি আমার লেখা গান সকলের ভাল লাগবে। পিছুটান আমার পছন্দের একটি গান।
এন আর মাল্টিমিডিয়ার কর্ণধার রুবেল শেখ বলেন, আমরা সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর মিউজিক ভিডিও উপহার দেয়ার চেষ্টা করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই।