শনিবার, অক্টোবর ১২Dedicate To Right News
Shadow

মোনার্ক মার্টের সাথে গ্রাম লিমিটেড-এর চুক্তি স্বাক্ষর

Spread the love

এডটেক ও এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা গ্রাহকদের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে গ্রাম লিমিটেডের সাথে মোনার্ক মার্টের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো ৭ই অগাস্ট। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয় সিটি সেন্টার, মতিঝিল-এ অবস্থিত মোনার্ক হোল্ডিংস হেড অফিসে।

উল্লেখ্য, গ্রাম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে i1class.com এবং শুভেচ্ছা লাউঞ্জ-এর সকল পণ্য ও সেবা অনলাইনে প্রদানের উদ্দেশ্যে এই ব্যবসায়িক সমঝোতায় আসে মোনার্ক মার্ট। ফলশ্রুতিতে, অনলাইনেই সারা দেশের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে শিক্ষামূলক বিভিন্ন কোর্স কন্টেন্ট। অন্যদিকে শুভেচ্ছা লাউঞ্জের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক ফ্লাইটে যাতায়াতকারী সম্মানিত যাত্রীগণ এয়ারপোর্টে ভারি লাগেজ ও অন্যান্য পণ্য পরিবহনে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোনার্ক মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সিওও জায়েদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মাহাদী হাসান এবং হেড অফ এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সাইফুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট টিমের সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন গ্রাম লিমিটেড কোম্পানির চেয়ারম্যান এএসএম আবদুল মতিন। গ্রাম লিমিটেডের পক্ষে i1class.com-এর চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জনাব মাশরুর মতিন; শুভেচ্ছা লাউঞ্জের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম নজরুল হোসেইন, এডভাইজর মোঃ মহসিন মিয়া এবং হেড অফ অপারেশন এস এম জামিল হোসেইন।

গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে প্রতিনিয়তই নতুন পণ্য ও সেবা আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে কাজ করছে মোনার্ক মার্ট। নতুন এই সমঝোতা চুক্তির মাধ্যমে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ ও গ্রাহকবান্ধব করার প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *