বৃহস্পতিবার, জুন ১২Dedicate To Right News
Shadow

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল টিসিআরসি

Spread the love

দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় “তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৪”এ ভূষিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সেল টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি)। অদ্য ৩১ মে ২০২৪ শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ এর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন টিসিআরসিকে এই সম্মাননা পদক ও সার্টিফিকেট তুলে দেন। টিসিআরসির পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা ও টিসিআরসির প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জামান লিজা এ সম্মাননা গ্রহণ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক ‘বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে টিসিআরসিকে এই সম্মাননা প্রদান করে হয়েছে।

উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম একটি গবেষণা সেল টিসিআরসি গঠনের পর থেকেই তামাক নিয়ন্ত্রণে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তামাক নিয়ন্ত্রণের কার্যক্রমের মধ্যে- তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বৃদ্ধি, ধোয়াবিহীন তামাক এবং ই-সিগারেট সংক্রান্ত গবেষাকার্য সম্পাদন করছে। যা তামাক নিয়ন্ত্রণে নীতিনির্ধারণী পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *