শনিবার, জানুয়ারি ১৮Dedicate To Right News
Shadow

নতুন বছরে পূর্ণতা’র নতুন আইটেম গান “বেবি ড্যান্স উইথ মি”

Spread the love

২০২৫ নতুন বছরে সংগীত প্রেমীদের জন্য “বেবি ড্যান্স উইথ মি” শিরোনামের একটি আইটেম গান নিয়ে আসছেন এসময়ের বিশিষ্ট প্লেব্যাক সংগীত শিল্পী নুজাত তানজুম পূর্ণতা৷ শিল্পী নিজেই গানটির গীতিকার, সুরকার এবং মডেল হিসাবে মূল ভূমিকায় অভিনয় করেছেন। সংগীত পরিচালনায় ছিলেন রাজ হৃদয়। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম।

ইতোমধ্যে, রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণের মাধ্যমে মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। গানটি প্রযোজনা করেছেন সুপ্তি মিউজিক স্টেশন। আগামী ৩১ ডিসেম্বর রাতে সুপ্তি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ দেয়া হবে।

গান প্রসঙ্গে সংগীত শিল্পী পুর্ণতা বলেন, বিগত কয়েক বছর ধরে সিনেমার পাশাপাশি বিভিন্ন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে কাজ করছি। আমার বেশ কিছু আইটেম সং এর মধ্যে এটি অন্যতম। কারণ এই গানের প্রত্যেকটি অংশে আমি রয়েছি। আশা করছি, এই গানটি দর্শকদের মনে জায়গা করে নেবে। যে কোন অনুষ্ঠানের জন্য এই গানটি পারফেক্ট।

তিনি আরও বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুপ্তি মিউজিক স্টেশনের সি.ই.ও ডা. মোহাম্মদ সরোয়ার জাহান কে যিনি একটি বিশেষ দিনে দর্শকদের এত সুন্দর একটি গান উপহার দিচ্ছেন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এরকোল মিডিয়া এন্ড কমিউনিকেশন্স এর হেড অব অপারেশন মোঃ শফিকুল ইসলামকে। তিনি অত্যন্ত যত্ন সহকারে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন যা দর্শকদের অত্যন্ত আনন্দ দিবে।

গানটির মিউজিক ভিডিও’র পরিচালনা প্রসঙ্গে মোঃ শফিকুল ইসলাম বলেন, গানের কথা ও সুর অনেক সুন্দর। এছাড়াও শিল্পী গানটি চমৎকারভাবে গাওয়ার পাশাপাশি সাবলীলভাবে অভিনয় করেছেন। দিয়াবাড়ী এবং মিরপুরের বেশকিছু দারুণ লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে। আশাকরি গানটি দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *