
স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় এস. এম. আব্রাহাম লিংকনকে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা
স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় এস. এম. আব্রাহাম লিংকনকে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ই মে) কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগাম-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ হামিদুল হক খন্দকার।
প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এস. এম. আব্রাহাম লিংকন একজন আইনজীবী, গবেষক, লেখক ও সমাজসেবক। এমন গুণী মানুষ সমাজে খুব বেশি দেখা যায় না। এস. এম. আব্রাহাম লিংকন শুধু কুড়িগ্রামের গর্ব নয়, পুরো বাংলাদেশের গর্ব। তিনি শুধু স্বাধীনতা পুরস্কারে ভূষিত হননি, তিনি এর আগে একুশে পদকও পেয়েছেন। একই ব্যক্তির স্বাধীনতা ...