সোমবার, ডিসেম্বর ৮Dedicate To Right News
Shadow

Tag: শিলাইদহে রবীন্দ্রনাথ

শিলাইদহে রবীন্দ্রনাথ

শিলাইদহে রবীন্দ্রনাথ

শিরোনাম, সাহিত্য
লিটন আব্বাস শিলাইদহের কুঠিবাড়ী ১৮০০ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের প্রপিতামহ দ্বারকানাথ ঠাকুরের নামে ক্রয় করেন ঠাকুরবাড়ীর জমিদারী। এরপরের ইতিহাস কমবেশী অনেকের জানা। রবীন্দ্রনাথ ‘ছিন্নপত্রে’ ১৮৭১ ক্রিস্টাব্দে তাঁর দাদার সাথে রেলগাড়ীতে চড়ে প্রথমে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে আসার কথা উল্লেখ করেছেন এবং ১৮৯২ খ্রিস্টাব্দে শিলাইদহের জমিদারী ভার গ্রহণ করেন। ঐতিহ্যবাহী সংস্কৃতি নগরী কুষ্টিয়ার কুমারখালীর মাটিতে রবীন্দ্রনাথের পূর্বাপর জমিদারী সূত্রে প্রথম শিলাইদহে আসলেও চারণভূমি হিসেবে পরবর্তীতে ১৮৮৯ থেকে টানা ১০-১২ বছর এবং পরবর্তীতে ১৯১৫-১৬ খ্রিস্টাব্দ থেকে ১৯২১-১৯২২ খ্রিস্টাব্দ্ওে শিলাইদহের মাটির জনসংস্কৃতিতে আকৃষ্ট হয়ে বসবাস করে অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। রবি ঠাকুর ৪৫ বছর ধরে শিলাইদহে যাতায়াত করেছেন এবং সপরিবারে ১২ বছর বসবাস করেছেন। এই মাটিতে বসে ‘সোনারতরী’ ‘চিত্রা’ চ...