
১লা বৈশাখ “শেষের কবিতা”
বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর আবারও মঞ্চে নিয়ে আসছে তাদের দর্শক নন্দিত নাটক ‘শেষের কবিতা’। নাটকটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় মঞ্চে উপস্থাপন করা হয়েছে। লাবণ্য চরিত্রে নূনা আফরোজ অভিনয় করলেও এবার অমিত চরিত্রে থাকছে নতুন চমক। আগামী ৩০ চৈত্র (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তির দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নতুনভাবে ‘শেষের কবিতা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। এবং ১লা বৈশাখ (১৪ এপ্রিল, সন্ধ্যা ৭টা) একই মিলনায়তনে নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি দলের ৬ষ্ট প্রযোজনা এবং ৪৫তম ও ৪৬তম মঞ্চায়ন।
‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নাসরীন মিশু, বাঁধন সরকার, তমা হ...