সোমবার, ডিসেম্বর ৮Dedicate To Right News
Shadow

ঢাকায় ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’

Spread the love

উচ্চশিক্ষা গ্রহণ ও উন্নত ক্যারিয়ার গঠনের জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজন করেছে প্রথম আলো। বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবীদের ভিড়ে মেলা চলছে উৎসবমুখর।

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত এ মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনে থাকছে বিদেশে উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা ও আবেদনসংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য থাকছে একাধিক প্যানেল সেশন, তথ্যবহুল একাডেমিক আলোচনা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিশেষ অফার।

ব্রিটিশ কাউন্সিল নিবেদিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’-এর পাওয়ার্ড বাই ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সহযোগিতা করছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড–ক্যাব)।

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক প্রতিষ্ঠানগুলোর স্টল থাকছে এই মেলায়। এর মধ্যে রয়েছে মেইসেস এডুকেশন মিট, সেনজেন এডু লিমিটেড, সিএইচএস এডুকেশন লিমিটেড, টেন মিনিট স্কুল, বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, এডুকেশন অ্যাট, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, এনএইচপি, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ, ব্যাকবন লিমিটেড, কোয়েস্ট এডুকেয়ার অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস, ইউনিভার্সাল এডুকেশন, গ্লোবাল ভিশন, ফরেন স্টাডি সল্যুশন, এসটিএস গ্লোবাল এডুকেশন, এডভয়, হক কনসালট্যান্সি, এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস ও এডু এইমার্স। এ ছাড়া রয়েছে চরকি, কেএফসি ও প্রথমার স্টল।

দুই দিনের এই আয়োজনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি একাডেমিক সেশন ও প্যানেল আলোচনা। শুক্রবার বিকেল পাঁচটায় ‘এডুকেশন কনসালট্যান্সি উইথ গুগল বাই আলেফ’ বিষয়ে আলোচনা করবেন আলেফের (পার্টনার ডিরেক্টর—গুগল) কর্মকর্তা আহসানুর রহমান।
সন্ধ্যা ছয়টায় ‘স্টাডি অ্যাব্রোড’ শিরোনামে প্যানেল ডিসকাশনে অংশ নেবেন উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শকবৃন্দ।

আগামীকাল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ‘স্টাডি ইন ইউকে অ্যান্ড ইউরোপ’ শীর্ষক দ্বিতীয় প্যানেল আলোচনা। বিকেল সাড়ে চারটায় ‘আইইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড’ বিষয়ে আলোচনা করবেন অনলাইন এডুকেশন কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ। ‘স্টাডি ইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া’ শীর্ষক দিনের শেষ সেশনটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়।

ফেয়ারে ঘুরতে আসা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রওনক জাহান বলেন, ‘আমি ভবিষ্যতে বিদেশে পড়তে যেতে চাই। এখানে এসে এক জায়গায় এতগুলো বিশ্ববিদ্যালয় ও পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাচ্ছে, যা আমাদের জন্য খুবই সহায়ক। বিভিন্ন দেশের সুযোগ, স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া একসঙ্গে জানার সুযোগ পেয়েছি, এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থীদের আগ্রহে বেশ সন্তুষ্ট। সেনজেন এডু লিমিটেডের সিইও মনিরুল হক বলেন, ‘প্রথম আলো আয়োজিত এই ফেয়ারটি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি উদ্যোগ। যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছে, তাদের জন্য এটি এক জায়গায় সব তথ্য জানার সুযোগ তৈরি করেছে। আমরা মনে করি, এমন আয়োজন তরুণদের সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসী করে তুলবে।’

ফেয়ারে অংশ নেওয়া আরেক প্রতিষ্ঠান স্টাডি অ্যাব্রোড উইথ মেইসেসের ম্যানেজিং পার্টনার ও চিফ কাউন্সেলর রুহাম মনজুর বলেন, ‘আমরা ইউকে, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র—এই ছয়টি দেশে প্রায় তিনশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলা। যারা সত্যিকারের পড়াশোনা করতে চায়, তারা যেন এই ফেয়ারের স্টলগুলো ঘুরে দেখে সঠিক সিদ্ধান্ত নেয়। আশা করি, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।’

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা–পরামর্শক ও অংশগ্রহণকারী সংস্থাগুলো দর্শনার্থীদের স্কলারশিপ, ভর্তি–প্রক্রিয়া, ভিসা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা দিচ্ছেন। শিক্ষার্থীদের ভিড়ে স্টলগুলোতে চলছে প্রাণবন্ত আলোচনা, কাউন্সেলিং ও তথ্যবিনিময়।

এর পাশাপাশি www.studyabroadfair.pro ওয়েবসাইটে চলবে ১০ দিনব্যাপী আয়োজন। থাকছে অনলাইন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ। শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে প্রবেশ করে তথ্য নিতে এবং সরাসরি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *