সোমবার, ডিসেম্বর ৮Dedicate To Right News
Shadow

দীপ্ত স্টারদের নিয়ে শ্যুটিং শুরু ‘খুশবু’র

Spread the love

গ্র্যান্ড ফিনালেতেই ঘোষণা দেয়া হয়েছিলো, দীপ্ত স্টার হান্ট বিজয়ীরা দুই বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন দীপ্ত প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিক নাটকে। গেলো ঈদ উল আযহায় দীপ্ত’র বিশেষ নাটকে অভিনয় করে ইতিমধ্যে অনেকের টিভিতে অভিষেকও হয়েছে। তারই ধারাবাহিকতায় স্টার হান্ট বিজয়ীরা অভিনয় করতে যাচ্ছেন তাদের প্রথম মেগাসিরিজ ‘খুশবু’তে। ইতিমধ্যে আউটডোরে নাটকটির শুটিংও শুরু হয়ে গেছে। প্রথমবারের মতো আয়োজিত দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়াও নাটকটিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন টপ পারফর্মার শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী এবং মারিয়া মৌ।

জনপ্রিয় অভিনয়শিল্পীদের উপস্থিতি
দীপ্ত স্টার হান্টে বিজয়ীরা ছাড়াও খুশবু মেগাসিরিজে রয়েছেন দেশের জনপ্রিয় সব অভিনয়শিল্পীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে এই সিরিজে দেখা যাবে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষার মতো গুণী অভিনয়শিল্পীদের। তাছাড়া একটি বিশেষ চরিত্রে খুশবুতে অভিনয় করছেন সামিরা খান মাহি।

টিম ‘মাশরাফি জুনিয়র’-এর ফিরে আসা
দীপ্ত টিভিতে প্রচারিত মাশরাফি জুনিয়র ছিল দর্শকনন্দিত মেগাসিরিজ। সেই মাশরাফি জুনিয়রের পরিচালক সাজ্জাদ সুমন ও তার টিমই নির্মাণ করছে ‘খুশবু’র। আউটডোর লোকেশনে জোরে-সোরে শুরু হয়েছে শ্যুটিং। পরিচালক সাজ্জাদ সুমন বলেন, আমরা যখন মাশরাফি জুনিয়র শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন একটা গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখন কেউ গল্প দেখায়নি। এবারও একেবারে একটা নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, ‘খুশবু’ দিয়ে এবারও দর্শকদের মন জয় করতে পারব আমরা।

নতুন গল্পের নতুন দ্বন্দ্ব
বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর নির্ভরতা রয়েছে গার্মেন্টস শিল্পের ওপর। এই গার্মেন্টস শিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মাধ্যমে এগিয়েছে ‘খুশবু’র মূলগল্প। এর সাথে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন। আহমেদ খান হীরকের গল্পে ‘খুশবু’র চিত্রনাট্য রচনা করছেন আসফিদুল হক এবং সংলাপ রচনা করছেন মোঃ মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় সিরিজটির লাইন প্রডিউসার হিসেবে আছেন সাইফুর রহমান সুজন।

শীঘ্রই আসছে দীপ্ত টিভিতে
খুশবু মেগাসিরিজটি খুব দ্রুত প্রচারিত হবে দীপ্ত টিভিতে। একই সাথে এটি দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে এবং দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *