বৃহস্পতিবার, নভেম্বর ১৩Dedicate To Right News
Shadow

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

Spread the love

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও বাকল অত্যাবশ্যকের সিইও তানি জেসমিন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা যে নেতৃত্ব ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের ও বিশ্বের ইতিহাসে বিরল। এ আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেছিল। এই আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটির এক ছাত্রীর ভাই শহীদ হয়েছেন, যাঁর আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয়।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.) বলেন, “নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন।”

অনুষ্ঠানে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি বলেন, “আমার ভাই ঢাকার আন্দোলনে শহীদ হন। শহীদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে।”

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে ইমাম হাসান জুয়েল, আসাদুজ্জামান আসাদ, শাহিন আহমেদ, সাযেদুর রহমান সৌমিক, ইমাম মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল নোমান স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত দুটি আলোকচিত্র প্রদর্শিত হয়। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ছাত্র কল্যান উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *