
অভিনয় জীবনের প্রথম চলচ্চিত্রেই বাজিমাত করলেন তরুণ অভিনেতা নাজমুল হোসেন। নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ আয়োজিত “সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫”-এ তিনি অর্জন করেছেন সেরা নবাগত অভিনেতা পুরস্কার।
পড়াশোনার পাশাপাশি নাজমুল ২০১৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর নিয়মিত থিয়েটার কর্মী হিসেবে অভিনয়চর্চা করে আসছেন। নাট্যমঞ্চের সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তাঁকে বড় পর্দায় আত্মপ্রকাশের সুযোগ এনে দেয়।

২০২২ সালে নাজমুল অভিনয়ের সুযোগ পান আ. মা. ম. হাসানুজ্জামানের গল্প অবলম্বনে, মাসুম রেজার চিত্রনাট্য ও সংলাপে, সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’-এ। এতে তিনি অভিনয় করেন “বেছন” চরিত্রে — যা চরের প্রান্তিক মানুষের জীবনচিত্র তুলে ধরে। চরিত্রটি দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়।
নাজমুল বলেন, “একটি মানবিক গল্পের চলচ্চিত্র ‘নয়া মানুষ’, যেখানে মানুষের ধর্মীয় ও মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আমার চরিত্রটি বাইরে থেকে হাস্যরসাত্মক মনে হলেও এর দর্শন গভীর। নির্মাতা ও পুরো টিম আমার পাশে ছিলেন — তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”
২০২৪ সালের ৬ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, শিখা কর্মকার, ঝুনা চৌধুরী এবং নিলুফার ওয়াহিদ।
চরিত্র, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা
‘বেছন’ চরিত্রে প্রাণ সঞ্চার করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন নাজমুল। তিনি বলেন, “আমি অভিনয়কে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে দেখি না; এটি মানুষের গল্প বলার একটি শক্তিশালী হাতিয়ার।” ভবিষ্যতে সমাজবোধসম্পন্ন ও ভাবনাসমৃদ্ধ চলচ্চিত্রে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
#NajmulHossain #NoyaManush #SuccessAward2025 #BestDebutActor #BanglaCinema #NewGenerationForum #MasumReza #SohelRanaBoyati #DhakaUniversityTheatre #BangladeshFilmIndustry #BanglaMovie #RawnakHasan #MousumiHamid
