বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

আরটিভিতে রুমান রুনির ‘5 Star মেস’

Spread the love

আরটিভিতে শুরু হচ্ছে রুমান রুনির পরিচালনায় ধারাবাহিক নাটক ‘5 Star মেস’। নাটকটি রচনা করেছেন সাগর জাহান। নাটকটি আরটিভিতে ৯ নভেম্বর থেকে সপ্তাহের মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাস আসাদ, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা,অর্পনা ঘোষ, মুনিরা মিঠু, তৌসিফ মাহাবুব, নাঈম, তারিক স্বপণসহ আরো অনেকে।

নাটক সম্পর্কে পরিচালক রুমান রুনি বলেন, ‘মিডিয়াতে যারা কাজ করে তাদের সবারই পর্দার আড়ালে কিছু গল্প থাকে, যে গল্প গুলো কখনো সাধারণ মানুষের সামনে আসে না। এইসব গল্প নিয়েই তৈরি হয়েছে ‘5 Star মেস’। মানুষের জীবনে ছড়িয়ে -ছিটিয়ে থাকা গল্পগুলো তুলে ধরা হয়েছে এখানে। আরটিভির সিরিয়াল মানেই হল নতুনত্বের স্বাদ; দর্শকের পছন্দেন গল্প। দর্শকের পছন্দ – অপছন্দের দিক বিবেচনা করেই আরটিভি নতুন নাটক নির্মান ও প্রচার করে থাকে। এই নাটকটিও এর ব্যতিক্রম হবে না।”

অভিনেতা আনিসুর রহমান মিলন তার অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার অভিনয় জীবনের একটা মাইলফলক হয়ে থাকবে ‘5 Star মেস’ নাটকটি”।

অভিনেতা নাঈম বলেন “এই ধারাবাহিকের প্রধান স্টার হল গল্পটি। যা মানুষের মনে দাগ কাটবে।”

তৌসিফ মাহাবুব এই ধারাবাহিক সম্পর্কে বলেন, “রুমান রুনি ভাইয়ের কাজগুলো সব সময় নতুনত্বের স্বাদ দেয়। আমাকে এই নাটকে দর্শকরা নতুনভাবে খুঁজে পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *