শুক্রবার, মে ১০Dedicate To Right News
Shadow

টেলিটক-এর ডিজিটাল কর্পোরেট সেবা ব্যবহার করবে বাংলাদেশ ডাক বিভাগ

Spread the love

বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ০৬ জুলাই, ২০২৩ খ্রি. তারিখে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ ডাক বিভাগ –কে ইন্টারনেট সেবা সহ বিভিন্ন ডিজিটাল কর্পোরেট সেবা প্রদান করবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগ – এর পক্ষে এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ্‌ ও পরিদর্শক) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড – এর পক্ষে মোঃ সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক চুক্তি স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোঃ শাহ আলম ভুঁইয়া, সহকারী প্রকল্প পরিচালক (বাংলাদেশ ডাক বিভাগ) এবং মোঃ বেলাল উদ্দিন সজীব, ব্যবস্থাপক (কর্পোরেট সেলস), টেলিটক বাংলাদেশ লিমিটেড সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *