সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

চলচ্চিত্র প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের দুই দশক

Spread the love

ইমপ্রেস টেলিফিল্ম লি. চলচ্চিত্র প্রযোজনায় দুই দশক অতিক্রান্ত করতে যাচ্ছে ২৬ নভেম্বর ২০২৩। বিশ বছর আগে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র মাধ্যমে একক প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছিল ইমপ্রেস টেলিফিল্ম লি.। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ চলচ্চিত্রটি প্রথম পরিচালনা করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক, ববিতা, ফেরদৌস এবং মৌসুমী স্বয়ং।

২০০৩ থেকে ২০২৩ এই বিশ বছরে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণ করেছে ১৬৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ১০টি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৮৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *