শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

ইউল্যাবে আইডিয়া হান্টার্সের ৩.০ চূড়ান্ত পর্বে জয়ী হলো টিম “মারফি’স ল”

Spread the love

২৫ নভেম্বর শনিবার, ইউল্যাব স্থায়ী ক্যাম্পাস, মোহাম্মদপুরে অনুষ্ঠিত আইডিয়া হান্টার্স ৩.০ মার্কেটিং কেস প্রতিযোগিতায় জিতেছে ‘টিম মার্ফিস ল। এই মার্কেটিং কেস প্রতিযোগিতার আয়োজন করেছিল ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাব।

সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি রাউন্ডের মাধ্যমে এই উদ্ভাবনী মার্কেটিং কেস প্রতিযোগিতায় অংশ নেন।

চ্যাম্পিয়ন দল ‘টিম মার্ফিস ল’ জিতেছে ৫০,০০০ টাকার পুরস্কার । তাছাড়া প্রথম রানার আপ দল ‘জেনব্রোস’ পুরস্কার জিতেছে ৩০,০০০ টাকা। ২য় রানার আপ দল ‘সিঙ্গারা’ পুরস্কার জিতেছে ২০,০০০ টাকা।

১০ মিনিট স্কুলের সিইও এবং প্রতিষ্ঠাতা আয়মান সাদিক গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তিনি জানান, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের উপস্থাপনা এবং নতুন লোকের সাথে দেখা করে। অবশেষে তাদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায় যা ছাত্র এবং কর্পোরেট উভয় জীবনে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা।”

তার পাশাপাশি রাফায়েত রাকিব, উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা; পুলক অনিল, অ্যাডকম লিমিটেডের গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর; সাইদুল আজহার সারোয়ার, হেড অব বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ; তারিফ মোহাম্মদ খান, ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটাল জিএস, ইএমটিপি ফাউন্ডেশনের কমিউনিকেশনের প্রধান এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর মার্কমের প্রধান আমীন মাহমুদ গালা ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটির কনভিনার এবং ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, মুনতাসির কাদির বলেন, “আমি বিশ্বাস করি আইডিয়া হান্টার্স আমাদের দেশের প্রতিভাবান তরুণদের মধ্যে সৃজনশীলতার একটি নতুন চেতনা নিয়ে এসেছে এবং এই প্রতিযোগিতাটি তাদের প্রতিভা বিস্তৃত পরিসরে প্রদর্শনের জন্য একটি সুযোগ প্রদান করেছে।”

আইডিয়া হান্টার্স ৩.০ ছিল এই মার্কেটিং কেস প্রতিযোগিতা যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণকারীদের সাথে আয়োজকরা তরুণ বয়স থেকেই এই কেস প্রতিযোগিতার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রতিভা বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের বিপণন শিল্পসহ অন্যান্য শিল্পে অবদান রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *