বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

প্রকাশ হলো ‘হুমায়ূন ফরীদি সাধারণ এক অসাধারণ’

Spread the love

বিরল প্রতিভা নিয়ে অভিনয়ের সব মাধ্যমে যেসমস্ত গুণীজন অতীতে দাপট দেখিয়েছেন হুমায়ূন ফরীদি তাদের অন্যতম। খ্যাতিমান এই মানুষটির ৭২তম জন্মদিন ছিল বুধবার। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্ম নিয়েছিলেন তিনি। বিশেষ এই দিনে তাকে বিভিন্নভাবে স্মরণ করেছেন নাটক ও সিনেমার মানুষেরা। এদিন সন্ধ্যায় ক্ষণজন্মা এই অভিনয়শিল্পীকে স্মরণ করে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বসে স্মরণসভা অনুষ্ঠান। যেখানে তাকে নিয়ে কথা বলতে উপস্থিত হন নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, প্রযোজক হাবিবুর রহমান খান, জিয়াউল হাসান কিসলু, ফেরদৌস হাসান, হারুন-অর-রশীদ, অভিনেতা ঝুনা চৌধুরী, চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, নির্মাতা সালাহউদ্দিন লাভলু প্রমুখ।
আফসানা মিমির উপস্থাপনায় অনুষ্ঠানে সমাপ্তি বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এর আগে হুমায়ূন ফরীদিকে নিয়ে প্রকাশিত বই ‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’ এর মোড়ক উন্মোচন করেন আগত অতিথিরা। অনুষ্ঠান শুরু হয় অনিমা রায়ের সংগীতের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হুমায়ূন ফরীদির মেয়ে দেবযানী। বাবাকে নিয়ে স্মরণ অনুষ্ঠানে কোনো কথা না বললেও প্রকাশিত বইটিতে দীর্ঘ এক মুখবন্ধ লিখে দিয়েছেন। যেখানে বাবা হুমায়ূন ফরীদি কেমন ছিলেন, কন্যার দৃষ্টিতে দারুণভাবে তা ফুটে উঠে। আহমেদ রেজাউর রহমান এজাজের সম্পাদনায় প্রায় আড়াইশো পৃষ্ঠার বইটিতে অন্তত ষাটজন গুণী মানুষ তাদের লেখনির মধ্যমে স্মৃতিচারণ করেছেন। ফরীদির নানানদিক নিয়ে তারা লিখেছেন। বইটির প্রচ্ছদ করেছেন ফরীদির ঘনিষ্ঠ বন্ধু ও কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন। ফরীদিকে নিয়ে স্মৃতিচারণের এক পর্যায়ে নাট্যজন মামুনুর রশীদ বলেন, চিরাচরিত অভিনয়রীতি এবং একজন অভিনেতার চিরায়ত বাচনভঙ্গি থেকে শুরু করে অভিনেতার চেহারা, চলন বলনÑ সব ভেঙে দিয়ে তিনি সত্যি সত্যি অসাধারণ হয়ে উঠেছিলেন। ‘আমার সাথে প্রথম সাক্ষাতেই ফরীদি প্রশ্ন করেছিলেন, ‘জীবন সম্পর্কে আপনার ধারণা কী?’ আমি থতমত খেয়ে গেলাম। জীবন সম্পর্কে ধারণা এক মিনিটের মধ্যে বলাওতো মুশকিল। এই জীবন সম্পর্কে ধারণাটি হুমায়ূন ফরীদি সারা জীবন খুঁজেছে।’
বইটি নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আই বই প্রকাশের উদ্যোগ নিয়ে জানান দিয়ে গেল যে, আমাদের দেশে তোমরা যারা আজকে অভিনয় করো, তোমরা জেনে রাখো আমাদের দেশে একজন অনেক বড় অভিনেতা এসেছিলেন। অভিনয়শিল্পের প্রাচুর্যে তিনি আমাদের ভাসিয়ে দিয়েছিলেন।’
মঞ্চ অভিনেতা হিসেবে হুমায়ূন ফরীদির অসাধারণ পারফর্মেন্স এর কথা অনুষ্ঠানে তুলে ধরেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *