জাতির পিতাকে নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বিশেষ অনুষ্ঠান
১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে আজ বিকাল ৪.৩০ মিনিটে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ দুটি অ্যানিমেটেড ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রথম জাতির পিতাকে নিয়ে নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘খোকা যখন ছোট্ট ছিলেন’ ও প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।
আজকের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ঢাকা-২০২২ এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। আরও উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়ের’ প্রামাণ্যচিত্র নির্মাতা সাবাব আলী আরজু ও অ্যানিমেটেড...