সঙ্গীতের বিশুদ্ধ সাধক নীলোৎপল সাধ্য’র মৃত্যুবার্ষিকী আজ
আজ ১৭ মার্চ সঙ্গীতের বিশুদ্ধ সাধক নীলোৎপল সাধ্য'র ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন।
নীলোৎপল সাধ্য ১৯৫৫ সালের ৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ধোবাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ খৃস্টাব্দে মাত্র পাঁচ বছর বয়সে কাকা সুনীল সাধ্য’র কাছে তাঁর সঙ্গীতে হাতে খড়ি হয়। পিতা জ্ঞানেন্দ্রনাথ সাধ্য একজন তবলা বাদক ছিলেন। পিতার কাছে তিনি তবলা বাদনে প্রাথমিক পাঠ নিয়েছিলেন। ১৯৬০-৬৫ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠকালীন সময়ে প্রথম একটি জারী গানের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। সেই থেকে সঙ্গীতের সাথে তাঁর পথ চলা।
১৯৮১ সালে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সন্মিলন পরিষদ ময়মনসিংহ শাখার প্রতিযোগিতার মধ্য দিয়ে সঙ্গীতে পরোপুরি আত্মপ্রকাশ ঘটে। সেই সুবাদে পরিচয় হয় সঙ্গীতগুরু ওয়াহিদুল হকের সাথে। লাভ করেন তাঁর শিষ্যত্ব এবং পরবর্তীকালে তাঁর সহচর হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে সঙ্গী...
