বুধবার, নভেম্বর ১৯Dedicate To Right News
Shadow

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে আজ শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

প্রধান অতিথি বলেন, “সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সব ফেডারেশন ও ক্রীড়া সংস্থা এই উৎসবের অংশ হিসেবে নানা আয়োজন করছে। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমাদের লোকজ সংস্কৃতির গর্বিত অংশ।” তিনি প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিজয়ীদের তালিকা:

  • ১ম স্থান: ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স (পুরস্কার: ১,০০,০০০ টাকা)

  • ২য় স্থান: ভাটিপাড়া আজম ব্রাদার্স (পুরস্কার: ৭৫,০০০ টাকা)

  • ৩য় স্থান: বাংলার বাঘ সংঘ (পুরস্কার: ৫০,০০০ টাকা)

এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নদীমাতৃক সংস্কৃতি, তরুণদের সম্পৃক্ততা এবং স্থানীয় ঐতিহ্যকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ রোইং ফেডারেশন ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে।

#TarunyoyerUtsab2025 #NoukaBaich #RowingFederation #BangladeshCulture #YouthAndSports #SirajganjEvents #TraditionalSports #BangladeshHeritage #BoatRaceBD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *