
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে আজ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়া খাতকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও প্রতিষ্ঠান পরিচালনার নীতি গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে সারাদেশে ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। প্রথম পর্বে প্রায় আড়াই কোটি তরুণ অংশ নিয়েছিল, এবার অংশগ্রহণ আরও বাড়াতে আমরা কাজ করছি।”
উপদেষ্টা অর্থনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, “ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া উন্নয়নে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি ১০ বছর মেয়াদি ভিশন পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
#TarunyoyerUtsab2025 #GymnasticsBangladesh #YouthAndSports #BangladeshGymnasticsFederation #SportsDevelopment #AsifMahmudSajib #InterSchoolCompetition #NationalSportsCouncil #BangladeshYouth
